দিনদুপুরেই অপহরণ—মুক্তিপণ চেয়ে পুলিশের কব্জায় ২ সন্ত্রাসী

নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে সহযোগীসহ নির্মাণশ্রমিক অপহরণ মামলার আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে তাদের আটক করে পাঁচলাইশ থানা পুলিশ।

আটকরা হলেন—অপহরণ মামলার আসামি মিঠু পাল রকি (২৩) এবং তার সহযোগী মো. সাকলাইন হামিদ (২৪)।

আরও পড়ুন: ডিবির হাতে অপহরণের ‘নাটক’ সাজিয়ে মালিকের টাকা আত্মসাতের চেষ্টা

জানা যায়, গত মে মাসে মুরাদপুর শিক্ষা বোর্ডের সামনে নালায় কাজ করার সময় দুই শ্রমিক অপহরণের শিকার হন। অপহরণের পর তাদের কাছ থেকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর পাঁচলাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন শ্রমিকদের সর্দার। মামলা দায়েরের পর পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটের একটি গরুর খামার থেকে দুই শ্রমিককে উদ্ধার করে এবং সঙ্গে দুইজনকে আটকও করা হয়। পরে উদ্ধার হওয়া শ্রমিকরা আদালতে জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মো. হাসান ইমাম আলোকিত চট্টগ্রামকে বলেন, বিকালে দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে শ্রমিক অপহরণ মামলায় মিঠু নামের এক আসামিকে আটক করা। এ সময় বাধা দিলে সাকলাইন নামে তার সহযোগীকেও আটক করা হয়।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!