বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার (২০২২-২০২৩) দ্বি-বার্ষিক নির্বাচনে মৃণাল কান্তি ধর সভাপতি, সুধীর রঞ্জন বণিক সহসভাপতি এবং প্রণব সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরের একটি কমিউনিটি হলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ হয়। এতে মৃণাল-সুধীর-প্রণব পরিষদের ২৬ সদস্য জয়ী হন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি, চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মানিকের উপস্থিতিতে সদস্যরা ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন−কথার উত্তাপে সংঘর্ষের শঙ্কা
নির্বাচনে বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ডা. দিলীপ রায়। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন পবিত্র চন্দ্র ঘোষ।
নির্বাচনে বিজয়ী সহসভাপতিরা হলেন-সিদুল কান্তি ধর, দিলীপ ধর, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক ও হারাধন মহাজন।
বিজয়ী যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন-কাজল বণিক, প্রদীপ গুহ, হিরন্ময় ধর, নুরুল হক, শাহজাহান সিদ্দিকী লিটন, অমিত ধর, সুকুমার দে, খোকন ধর ও সুজিত কুমার ধর।
অর্থ সম্পাদক নির্বাচিত হন প্রতাপ ধর। নির্বাহী সদস্যরা হলেন- মিননাথ ধর, স্বপন ধর, রাজীব ধর তমাল, মিন্টু ধর, রুবেল কান্তি ধর, শম্ভু ধর ও রণি বণিক।
আলোকিত চট্টগ্রাম