‘নির্দেশ’—আজকের মধ্যেই এলাকা ছাড়তে হবে সাংসদ জাফর আলমকে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন মুরাদ হাসান, অডিও-ভিডিও সরানোর নির্দেশ

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ (নির্বাচনি আচরণ) বিধিমালা ২০১৬-এর ২২ বিধি অনুযায়ী স্থানীয় সংসদ সদস্যরা স্থানীয় নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারে না। যেহেতু তিনি বিধি বহির্ভুতভাবে বিভিন্ন নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন তাই সাংসদকে আজ শনিবারের মধ্যে নির্বাচনি এলাকা (চকরিয়া-পেকুয়া) ত্যাগ করার নির্দেশনা প্রদান করেছেন নির্বাচন কমিশন।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!