চট্টগ্রামে বিসিএস পরীক্ষাকেন্দ্র ঘিরে নির্দেশনা দিল সিএমপি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস (২০২০) আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিপিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। সংশোধিত নতুন সময়সূচিতে পরীক্ষা ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হবে এবারের বিসিএস লিখিত পরীক্ষা।

আরও পড়ুন: চট্টগ্রামে উকিলদের ৫ ঝুঁকিপূর্ণ ভবন সরাতে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার; মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান; উচ্চস্বরে চিৎকার, হৈ-চৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ।

তবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তি এবং সরকারি দায়িত্বরত কর্মকর্তা/কর্মচারী এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এআইটি/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm