নিরাপদ সড়ক দিবসে সীতাকুণ্ডে বর্ণিল র‌্যালি

‘আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টেরিয়াইল এলাকায় এক বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আরও পড়ুন: নিরাপদ সড়ক দিবসে লোহাগাড়ায় নানা আয়োজন

সভায় বক্তব্য রাখেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শাহাদাত, এসআই আবু কাউছার, এসআই বিপ্লব চন্দ্র নাথ, এএসআই মোহাম্মদ আলী ও এটিএসআই হিরণ।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শাহাদাত বলেন, চালকদের যেমন গাড়ি চালানোর সময় সতর্ক হতে হবে, ঠিক তেমনি যাত্রীদেরও রাস্তা পারাপারে সচেতন হতে হবে। কোনোভাবেই উল্টোপথে গাড়ি চালানো যাবে না। উল্টো পথে গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনা বেশি হয়। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো মানে একটি পরিবার ধ্বংস হয়ে যাওয়া। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলে সবাইকে সচেতন হওয়া জরুরি। আমরা সড়ক নিরাপদ রাখতে বদ্ধপরিকর।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm