নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল পুকুরে

মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে ফরহাদুল ইসলাম মুন্না (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা লাশ উদ্ধার করেন।

মুন্না উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মো. হান্নানের বড় ছেলে।

আরও পড়ুন : ৪৪ ঘণ্টা পর মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

নিহতের স্বজন মো. নুরুল করিম জানান, শনিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তিনি মৃগী রোগে ভুগছিলেন। তার পায়ে থাকা স্যান্ডেল সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বিকাল ৪টার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মিরসরাই ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুটি ইউনিট দুঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা জানায়, ওই যুবকের মৃগী রোগ ছিল। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে লাশ।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm