নিখোঁজ না অপহরণ—২৫ দিনেও খোঁজ মেলেনি কিশোরীর

মিরসরাইয়ে ২৫ দিন ধরে খোঁজ মেলেনি মনি রানী ঘোষ (২০) নামে এক কিশোরীর।

গত ২০ আগস্ট কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় মনি। এরপর অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মনি উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের গীতা রানীর পালিত মেয়ে। নিখোঁজের ঘটনায় গীতা রানী দে বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: ছাত্র নিখোঁজের ২৮ দিন পর থানাকে জানাল মাদ্রাসা কর্তৃপক্ষ

গীতা রানী বলেন, ফটিকছড়ির ৭ নম্বর রামগড় চা বাগান এলাকার ফুল সিং ঘোষের মেয়ে মনি দীর্ঘদিন আমার বাড়িতে পালিত মেয়ে হিসেবে রয়েছে। তাকে আমি নিজের মেয়ের মতো লালন-পালন করে আসছি। গত ২০ আগস্ট হঠাৎ বাড়ির কাউকে না জানিয়ে সে চলে যায়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

কেউ তার সন্ধান পেলে ০১৯৮৭-৫৩৮৮৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান গীতা রানী।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর উল্লাহ বলেন, মনি রানী ঘোষ নামের এক কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত হয়েছে। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm