নিখোঁজ না অপহরণ—রাউজানে একসঙ্গে দুই বোনের খোঁজ নেই

রাউজানের ডাবুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়ায় নিখোঁজ হয়েছে দুই বোন।

নিখোঁজ নিঝুম শীল (১৬) ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অপরজন তার বোন বাকপ্রতিবন্ধী ঋতিকা শীল (৮)। তারা ওই এলাকার প্রবাসী মিন্টু শীলের মেয়ে।

আরও পড়ুন : ডাক্তার দেখাতে গিয়ে ছেলেসহ নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূ

জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নিঝুম। সঙ্গে তার ছোট বোনকেও নিয়ে যায় সে। কিন্তু বিকালে স্কুল থেকে ঘরে না ফিরলে তাদের খুঁজতে থাকে কাকা ঝন্টু শীল।

অনেক খোঁজাখুঁজির পর না পেলে ঝন্টু শীল বাদি হয়ে রাউজান থানায় বুধবার (২৯ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করে।

ডাবুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিটু শীল বলেন, নিখোঁজ দুই বোন নিঝুম শীল ও ঋতিকা শীলের মা নেই। বাবা মিন্টু শীল প্রবাসে রয়েছেন। তাদের লালন-পালন করছেন ঝন্টু শীল। দুই বোনকে পরিবারের আত্মীয়স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!