নিখোঁজের এক সপ্তাহ পর লাশ হয়ে ফিরলেন ফটিকছড়ির তিনঘড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন (৫২)। শুক্রবার (৪ জুন) হিংগুলি খালের ছড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দেলোয়ার মানসিক রোগী ছিলেন। প্রায় সময় বাসা থেকে বের হয়ে সপ্তান্তরেও ফিরতেন না। গত ২৯ মে বিকালে বাজারে যাওয়ার কথা বলে বের হলে আর ফিরে আসেননি তিনি। এ ঘটনায় দুই দিন পর তার ছেলে মিরসরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন হিংগুলি খালের ছড়ায় দেলোয়ারের লাশ ভাসতে দেখে ভূজপুর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করলে তার স্বজনরা শনাক্ত করেন।
দেলোয়ারের ছেলে আনোয়ার বলেন, ‘আমার বাবার সাথে কারও শত্রুতা থাকার কথা নয়। তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ‘লাশটি অর্ধগলিত। আমরা খোঁজখবর নিচ্ছি। স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আক্কাছ/ডিসি