নগরের হালিশহর এলাকায় নিখোঁজের ১০ দিন পর শাহাজাহান (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল ৩টার দিকে গলিচিপা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হালিশহর থানা পুলিশ। শাহাজাহান হালিশহর উত্তর আবাসিক এলাকার শামসুল হকের ছেলে।
জানা যায়, চলতি মাসের ১৮ জুলাই থেকে নিখোঁজ ছিলেন শাহাজাহান। নিখোঁজের পর পরিবারের লোকজন খোাঁজাখুঁজি করে না পেলে হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার বিকালে গলিচিপা পাড়ার একটি পুকুরে শাহাজাহানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, শাহাজাহান গত ১০ দিন আগে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের পর তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। মঙ্গলবার বিকালে হালিশহর গলিচিপা পাড়ার একটি পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী আমাদের খরব দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে শাহাজাহানের লাশ শনাক্ত করি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানান ওসি।
এএইচ/ডিসি