নিউমার্কেট রক্তাক্ত : এক রাতেই ৩ মামলা, আসামি ৭০০

রাজধানীর ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের দোকান মালিক ও কর্মীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।

এর মধ্যে দুটি মামলা করেছে পুলিশ। অপর মামলাটি করেন নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ।

আরও পড়ুন: নিউমার্কেটে ছাত্র—দোকানকর্মী ফের সংঘর্ষ : পিটিয়ে রক্তাক্ত করল ৩ সাংবাদিককে

বুধবার (২০ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় মামলা তিনটি রেকর্ড করা হয়।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির জানান, বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ দুটি মামলা করা হয়েছে।

Yakub Group

থানা সূত্রে জানা যায়, মেহেদী হাসানের মামলায় আসামি ১৫০ থেকে ২০০ জন, ইয়ামিন কবিরের মামলায় আসামি ২০০ থেকে ৩০০ জন এবং সাঈদের মামলায় আসামি ১৫০ থেকে ২০০ জন।

আরও পড়ুন: মধ্যরাতে সংঘর্ষ : ঢাকা কলেজের ক্লাস—পরীক্ষা স্থগিত

এর আগে গত সোমবার রাতে শিক্ষার্থীদের সঙ্গে দোকানকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয় তুচ্ছ ঘটনায়। এরপর মঙ্গলবার দিনভর চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে নাহিদ মিয়া নামের ১৮ বছর বয়সী এক তরুণকে রাস্তার ওপর কোপানো হয়।

এলিফ্যান্ট রোডের ডাটা টেক কম্পিউটার নামের একটি দোকানের ডেলিভারি অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন নাহিদ। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm