নাসিরাবাদে ৩ দিন ধরে ঘুরতে থাকা ভিক্ষুক হঠাৎ লাশ

নগরের নাসিরাবাদ আবাসিক গেটের পাশ থেকে অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত তিনদিন ধরে ওই ভিক্ষুককে আশপাশের এলাকায় ঘুরতে দেখা গেছে। আজ দুপুরে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পিআইবির সদস্যরা এসেছেন। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm