নগরে ইয়াবাসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আনোয়ারা উপজেলার মো. নজরুল ইসলাম (৪০) ও বেবী আক্তার (৪০)।
আরও পড়ুন : পকেটে ৫০০ ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল যুবক
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন বলেন, সদরঘাট পূর্ব মাদারবাড়ি এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীর অবস্থান খবরে অভিযান পরিচালনা করে এক নারীসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।