নারীর হাত-পা বাঁধা লাশ পেল এবার ইপিজেডে ভাড়া বাসায়

নগরের ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে শামীমা আক্তার (৪৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তারপুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীমা আক্তার রাঙ্গুনিয়ার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন বিজিবির সদস্য বলে জানা গেছে।

আরও পড়ুন : ইপিজেডে স্ত্রীকে গলা টিপে খুন করে লুকিয়ে ছিল পিরোজপুরে

স্থানীয়রা বলছেন, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, পাঁচতলার ভাড়া বাসায় একা থাকতেন শামীমা আক্তার। বাড়ির জমিদারের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনইউএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm