রাউজানে যাত্রীর বেশে থাকা নারীর সঙ্গে ২২ লিটার মদ

রাউজানে ২২ লিটার চোলাই মদসহ ইয়াছমিন বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সন্ধ্যায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ওই নারীর কাছে পলিথিন মোড়ানো ১২টি স্যালাইন প্যাকেট ভর্তি ২২ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক ইয়াছমিন বেগম ফটিকছড়ি উপজেলার ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের বাদামতলী গ্রামের দুলু চৌধুরীর বাড়ির মো. হাসানের স্ত্রী। তিনি কাউখালী উপজেলার সুগার মিল এলাকার আদর্শগ্রামে বসবাস করছিলেন।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হারুন বলেন, আটক নারীর শরীর তল্লাশি করে ২২ লিটার মদ জব্দ করা হয়। মাদক আইনে মামলার পর আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm