‘নতুন সূচি’—চট্টগ্রামে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা মিলবে যেদিন

চট্টগ্রামে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত এসেছে।

আগে টানা ছয়দিন টিকা দেওয়ার কথা বলা হলেও সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আপাতত শুধু শনিবার (৭ আগস্ট) ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে।

আরও পড়ুন: এবার একদিনেই ৩৬ শতাংশের বেশি করোনা পজিটিভ চট্টগ্রামে

জানা যায়, এদিন (শনিবার) নগরের প্রতি ওয়ার্ডে ৩টি কেন্দ্রে ৩০০ জনকে করোনার টিকা দেওয়া হবে।

এদিকে টিকাকেন্দ্রে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ।

এছাড়া নগরের হাসপাতালগুলোতে নিয়মিত টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

প্রসঙ্গত, এরআগে ওয়ার্ড পর্যায়ে ৭ আগস্ট থেকে শুরু হয়ে টানা ৬ দিন (১২ আগস্ট পর্যন্ত) গণটিকাদান ক্যাম্পেইন চলার কথা ছিল।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!