নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন

লকডাউনের মেয়াদ ৬ জুন পর্যন্ত আরো ৭ দিন বাড়িয়েছে সরকার।

সেই সাথে ব্যাংকিং কার্যক্রম আরো আধ ঘণ্টা বাড়িয়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।

রোববার (৩০ মে) লকডাউন বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। ব্যাংকের লেনদেনের পরের কার্যক্রমের জন্য বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

সোমবার (৩১ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১৩ এপ্রিল জারি করা অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংকের লেনদেন স্বাভাবিকভাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা। করোনার কারণে ব্যাংকিং কার্যক্রমের সময় কমিয়ে আনলেও ধীরে ধীরে আবারো আগের সময়সূচিতেই ফিরছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!