নগরে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টা ১০ মিনিটের দিকে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা যায়, নগরের শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনের চট্টমেট্রো ব ১৯০১৬১ সিরিয়ালের একটি গাড়িতে আগুন লাগে। এসময় বাসে থাকা কয়েকজন যাত্রী, চালক ও সহকারী দ্রুত নেমে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট ধরে জ্বলতে থাকা আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতার ঘটনা ঘটেনি।
বাসচালক জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তিনি, সহকারী এবং কয়েকজন যাত্রী দ্রুত নেমে পড়ায় কারো ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে দেখা যায়, রাত সাড়ে দশটার দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
আরএস/এএইচ/আরবি