নতুন বাসায় ফ্যানে ঝুলছিল তরুণীর লাশ

নগরের আকবরশাহ এলাকায় জান্নাতুল ফেরদৌস উর্মি (২১) নামে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সলিমপুর কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত উর্মি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর বড়কূপ এলাকার মোজাম্মেল হকের মেয়ে।

আরও পড়ুন: ‘চাকরির হতাশায় মৃত্যু’—শেষমেষ আত্মহত্যার পথেই গেল যুবক

নিহতের বাবা মোজাম্মেল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, আমার সাত ছেলে মেয়ের মধ্যে উর্মি ছিল তৃতীয়। অভাব-অনটনের সংসারে হাল ধরতে চার বছর আগে চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি নেয় সে। গত ১ অক্টোবর নতুন বাসায় উঠার চারদিনের মাথায় মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর আসে। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত তরুণী একজন গার্মেন্টসকর্মী। তিনি সলিমপুর কালিরহাট মঞ্জুর কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো উর্মি সকালে নির্ধারিত সময়ে ঘুম থেকে না উঠায় পাশের বাসার লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন। এতে তার সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!