নতুন বছরের প্রথম দিনে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম। তবে এদিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ জন।
মঙ্গলবার (১ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু—সর্বোচ্চ আক্রান্ত অক্টোবরে, মৃত্যুতে ‘ভয়ঙ্কর’ নভেম্বর
সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। আক্রান্তদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। এদের মধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৩ জন এবং উপজেলায় ১ জন। চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে সীতাকুণ্ডে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুসারে, গেল বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ২৮৬, নারী ১ হাজার ২৪০ ও শিশু ৭৯২ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৪০ জন নগরের এবং ১ হাজার ৫৭৮ জন উপজেলার বাসিন্দা।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৪৫ জনের। এর মধ্যে ২৪ জন নারী, ১৬ জন পুরুষ এবং ৫ জন শিশু। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল অক্টোবরে। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে।
আরবি/আলোকিত চট্টগ্রাম