চট্টগ্রাম আবাহনী জুনিয়র ক্রিকেট কমিটির মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিববর্ষ সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের লক্ষ্যে ১১ সদস্যের উপকমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আবাহনী জুনিয়রের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাইক্লিং ফেডারশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন। সভা পরিচালনা করেন ক্লাব পরিচালক মো. শাহজাহান।
গঠিত উপকমিটিতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসাইন জনীকে চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক জয়নাল আবেদীন জয়কে সম্পাদক নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন
উপকমিটির কো-চেয়ারম্যান হিসেবে থাকছেন নিজাম উদ্দীন চৌধুরী, আব্দুল আজিজ ও ফয়সাল মির্জা। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নাইমুল করিম চৌধুরী, ওয়াহেদ আলম, কাফি চৌধুরী, অস্মিত চক্রবর্তী (অমিত), শওকত জামিল সৌরভ ও জিয়াউল ইসলাম রিপন।
এসি