নতুন তারিখ নির্ধারণ: মেজর সিনহা হত্যার সাক্ষ্যগ্রহণ ২৩-২৫ আগস্ট

মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিচারক মোহাম্মদ ইসমাইল আগামী ২৩-২৫ আগস্ট তিনদিন মামলার সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন বাদিসহ ১৫ জন সাক্ষীকে উপস্থিত হয়ে সাক্ষী দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: সাবেক ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

এর আগে গত ২৬-২৮ জুলাই এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ ছিল।

আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলম জানান, গত ২৬-২৮ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। তখন লকডাউনের কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। বর্তমানে আদালতের কার্যক্রম আবার শুরু হওয়ায় আগামী ২৩-২৫ আগস্ট তিনদিন নতুন করে এই মামলার স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। ওই তারিখে বাদিসহ সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!