নতুন কমিটি পেল পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদ

পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদ চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউদ্দিন আহাম্মদকে সভাপতি এবং সিনিয়র আইনজীবী মো. সিরাজুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি দীপক কুমার চৌধুরী, সহসভাপতি মো. জালাল উদ্দিন, সহসভাপতি মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক এসএম ইকবাল চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শিমুল দত্ত, অর্থ সম্পাদক আবু মু. ইউছুফ সোহেল, সহঅর্থ সম্পাদক মো. ওহিদুল আলম চৌধুরী, পাঠাগার সম্পাদক বিক্রম মিত্র, সাংস্কৃতিক সম্পাদক জিকু বড়ুয়া মামুন, দপ্তর সম্পাদক মহিউদ্দীন আহম্মদ চৌধুরী, প্রচার সম্পাদক ইরফানুল হুদা ফারুকী, সহপ্রচার সম্পাদক সজল কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক রিক্তা বড়ুয়া, আইটি সম্পাদক মো. শফিউল করিম আলমদার, মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া আফরোজ রনি, সদস্য উত্তম বিশ্বাস, মো. শহীদুল ইসলাম সুমন, নাজিম উদ্দিন, মো. ফোরকানুল ইসলাম, জসিম উদ্দিন, রনি কুমার দে, মো. আফজল হোসেন, শওকত আলী চৌধুরী, আবদুল সবুর, মো. মিজানুর রহমান লিটন, মো. ফরিদ উদ্দিন বেলাল, মনিরুল কাদের ও সাইফুর রাশেদ চৌধুরী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm