‘নতুন ইঙ্গিত’—১৪ জুলাই শেষ হচ্ছে না বিধিনিষেধ

আগামী ১৪ জুলাই শেষ হচ্ছে চলমান বিধিনিষেধের মেয়াদ। তবে এর আগেই আরও একবার ঘোষণা আসতে পারে, বাড়তে পারে বিধিনিষেধের মেয়াদ।

রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই ইঙ্গিত দিয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ ব্যাপারে আগামীকাল সোমবার (১২ জুলাই) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এ ১৪ দিনের সুফল আমাদের ধরে রাখতে হবে। যেভাবে রোগী বাড়ছে তাতে বিধিনিষেধ এ মুহূর্তে তুলে নেওয়া হয়ত সম্ভব হবে না। তবে আগামী দুদিনের পরিস্থিতি দেখে বোঝা যাবে। ঈদ ও অর্থনৈতিক দিক বিবেচনায় কিছুটা শিথিলতা থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ঈদের আগেও থাকবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি করোনা–সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি পরামর্শ দেয়, তাহলে চলমান বিধিনিষেধ আরও বাড়তে পারে। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো জায়গায় পৌঁছানো যায়নি।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত ১ জুলাই থেকে সরকার এক সপ্তাহের বিধিনিষেধ জারি করে। এরপর তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!