বর্ণিল আয়োজনে ১৭তম বর্ষপূর্তি উদযাপন করেছে নগরের উত্তর পতেঙ্গার নটরাজ সঙ্গীত একাডেমী।
নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ উপলক্ষে ছিল নানা আয়োজন।
প্রদীপ জ্বালিয়ে বর্ষপূর্তি উদযাপনের সূচনা করা হয়। এ সময় নটরাজ একাডেমীর পরিচালক সুমন তালুকদারের সঙ্গে ছিলেন প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সংগঠনের শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকার সন্স গ্রুপের চেয়ারম্যান সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা জয়ন্তী লালা, চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের এবং নজরুল সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক দীপেন চৌধুরী।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নটরাজ একাডেমীর শিক্ষার্থীরা। এরপর অতিথিদের হাতে সম্মাননা স্মারকসহ নটরাজ একাডেমীর বিশেষ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা নটরাজ একাডেমীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এরপর নটরাজ একাডেমীর কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
নটরাজ সঙ্গীত একাডেমীর পরিচালক সুমন তালুকদার বলেন, নটরাজ সঙ্গীত একাডেমী সফলতার সঙ্গে ১৭ বছরে পদার্পণ করেছে। এই ১৭ বছরে অসংখ্য সঙ্গীতশিল্পী তাদের সুরের মূর্ছনায় সৌরভ ছড়িয়েছে। আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সঙ্গীতচর্চা ও সঙ্গীতের জ্ঞান দান করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ১৭ বছর পূর্ণ হলো।
এদিকে বর্ষপূর্তির আয়োজনে ছিল নটরাজ শিক্ষার্থীদের সঙ্গীত, নৃত্য, তবলা ও গীটার পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ছন্দ বীনা’ অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামে নটরাজ সঙ্গীত একাডেমীর বর্ণিল আয়োজনের।
আরএন/আলোকিত চট্টগ্রাম