মাঠজুড়ে কাঁচা-পাকা ধান দুলছে বাতাসে। কৃষকরা কাস্তে হাতে মাঠে নেমে কেটে আনছে ধান। খেতের পাশেই সড়কের ওপর চলছে মাড়াইয়ের কাজও।
এ বর্ণনাতেই পাঠকের কল্পনায় ভেসে উঠবে গ্রামের ছবি। তবে এ দৃশ্য গ্রামের নয়, ইট-পাথরের শহরের!
চট্টগ্রাম শহরের এক প্রান্তে, সমুদ্রের পাশ ঘেঁষা আনন্দবাজারে গেলে দেখা যায় বিস্তীর্ণ ধানখেত। যেখানে শুরু হয়েছে বোরো ধানা কাটার উৎসব। আশ্বিনের শুরু থেকেই ধান কাটছেন কৃষকরা। পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন: দূর থেকে দেখা এক পতাকা
নতুন ধানে পিঠাপুলি খাওয়ার দিন কিংবা বাঙালির ঐতিহ্য নবান্ন উৎসব এখনো আসেনি। তবে মাঠভরা সোনালি ধান বলে দিচ্ছে, এসেছে কৃষকের উৎসবের দিন।
চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, ধান কেটে বাড়ি নিতে কৃষিশ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। ধানখেতের পাশে সড়কেই চলছে ধান মাড়াইয়ের কাজ। করোনার এই মহামারিতে আশানুরূপ ধান পেয়ে কৃষকেরা দারুণ খুশি।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। এবার অগ্রহায়ণের অপেক্ষা। অপেক্ষা সোনালি উৎসবের।