লোহাগাড়ায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়ন এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাছান।
জানা যায়, অভিযানে লাইসেন্স থাকার পরও নিয়ম না মেনে সিলিন্ডার বিক্রি করায় উপজেলার চুনতি বনপুকুর এলাকার শুকতারা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক আবুল আলা সিদ্দিকীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার লাইসেন্স নিয়ে লোহাগাড়ায় ব্যবসা পরিচালনা করায় মাম্মী এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. শাহীন প্রকাশ সফিক উল্ল্যাহকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : লোহাগাড়ায় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, ব্যবসায়ীকে শাস্তি
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাছান বলেন, আজকের অভিযানে নিয়ম না মেনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে শুকতারা ডিস্ট্রিবিউশন ও মাম্মী এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর দুপুরে উপজেলার রশিদেরপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ওসমান গনি নামে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
এসএস/আরবি