লকডাউনে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে তাদের কাছ থেকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও জাহানারা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নগরের লালখানবাজার, ওয়াসা মোড়, জিইসি, কাজীর দেউরী, চট্টেশ্বরী মোড়, চকবাজার ও জামালখান এলাকায় বিধিনিষেধ অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে ঘুরাঘুরি ও মাস্ক ছাড়া চলাচল করায় ১৯ ব্যক্তিকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ উপস্থিত ছিলেন।
সিএম/ডিসি