নগরজুড়ে সিটি করপোরেশনের হানা, ১৯ জনের বিরুদ্ধে ১৯ মামলা

লকডাউনে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে ঘুরাঘুরিসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে তাদের কাছ থেকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও জাহানারা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরের লালখানবাজার, ওয়াসা মোড়, জিইসি, কাজীর দেউরী, চট্টেশ্বরী মোড়, চকবাজার ও জামালখান এলাকায় বিধিনিষেধ অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে ঘুরাঘুরি ও মাস্ক ছাড়া চলাচল করায় ১৯ ব্যক্তিকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ উপস্থিত ছিলেন।

Yakub Group

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!