ধান মাড়াই মেশিনে চুল আটকে মাথার খুলি চুরমার

কক্সবাজারের পেকুয়ায় ধান মাড়াই মেশিনে মাথার চুল আটকে মাইমুনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দক্ষিণ সবজীবনপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাইমুনা বেগম একই এলাকার আহমদ হোসেনের স্ত্রী। তিনি ছয় ছেলে ও দুই মেয়ের জননী।

আরও পড়ুন: নগরে বোরো ধান কাটার উৎসব

নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন, আজ (মঙ্গলবার) বাড়ির উঠানে মেশিনের মাধ্যমে ধান মাড়াই করা হচ্ছিল। বিকেলে আমার মা মেশিনটির কাছে গেলে অসাবধানতাবশত বেল্টে চুল আটকে গিয়ে তিনি মারাত্মকভাবে আঘাত পান। এ সময় তাঁর মাথার খুলি ভেঙে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাবিহা মেহজাবিন বলেন, মাথার আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মাইমুনা বেগমের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, মাইমুনা বেগমের মৃত্যু দুর্ঘটনাজনিত। নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!