পতেঙ্গায় ফাঁকা বাসায় ধর্ষণ করতে গিয়ে ধরা খেল যুবক

নগরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. নেজাম উদ্দিন (৪৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নগরের পতেঙ্গা খেজুরতলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নেজাম উদ্দিন স্টিলমিল পুরাতন পোস্ট অফিস গলির মৃত সুলতান আহমদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিম শিশু আহম্মেদপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ভিকটিমের পরিবার পতেঙ্গা থানার খেজুরতলা রোডের জনৈক শাহাব উদ্দিনের টিনসেডের ভাড়া বাসায় থাকে। আসামি নেজাম উদ্দিন প্রায়সময় ভিকটিমের মাকে উত্ত্যক্ত করতেন। গত সোমবার (১৩ মার্চ) ভিকটিমের মা-বাবা দুসন্তানকে রেখে দেশের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায় বেড়াতে যান।

আরও পড়ুন: ৫ বছরের শিশুকে ধর্ষণ করে পাষণ্ড লুকিয়ে ছিল কালাপানি

এরপর শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ভিকটিম ও তার ভাই খেলছিল। কিছুক্ষণ পর আটক নেজাম উদ্দিন ভিকটিমের কাছে পানি চান। পরে ভিকটিমের মা-বাবা কোথায় জানতে চাইলে তারা গ্রামের বাড়িতে বলে জানায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেজাম ঘরে ঢুকে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি ঘর থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়।

এ বিষয়ে ভিকটিমের বাবা ছবির হোসেন বলেন, শুক্রবার আমি এবং আমার স্ত্রী বাড়ি থেকে চট্টগ্রামে আসছিলাম। কোতোয়ালী থানার বটতলী রেলস্টেশনে পৌঁছলে প্রতিবেশী মো. মোমিন আমাকে ফোন করে জানায়, নেজাম আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে ঘটনার বিষয়টি আত্মীয়দের জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি র‌্যাব-৭ বরাবর অভিযোগ করি।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানা ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামি নেজাম উদ্দিনকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm