নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফিল্মি স্টাইলে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করল ৫ পাষণ্ড, ধরা খেল ২ ধর্ষক
পুলিশের ধারণা, শিশুটিকে শনিবার রাতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার বাবা পেশায় একজন রিকশাচালক ও মা ভিক্ষা করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (রোববার) সকালে এক শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এনইউএস/আরবি