পালিয়ে গেছে পাইসা থুই মারমা, ধরিয়ে দিলে পুরস্কার

নগরের একটি রেস্টুরেন্ট থেকে পাইসা থুই মারমা নামের এক ‘ওয়েটার’ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে। তাকে ধরতে বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

নগরের কাজীর দেউরী আউটার স্টেডিয়াম এলাকার একটি রেস্টুরেন্টে কর্মরত ছিল সে।

রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, পাইসা থুই মারমার বাড়ি খাগড়াছড়ি জেলায়। সে লক্ষীছড়ি থানার শিলাহাড়ি পাড়ার আফোওয়াং মারমার ছেলে। সে মানিকছড়ি গিড়ি মৈত্রী ডিগ্রি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার—মন্ত্রীর হাতে প্রয়াত বাবার পুরস্কার

রেস্টুরেন্টের সিইও এসকে মাহমুদ জানান, আজ (শুক্রবার) সকালে কাউকে কিছু না জানিয়ে অগ্রিম বেতনের ১৭ হাজার হাজার টাকা, ১টি রেডমি নাইন-এ মডেলের মোবাইল সেট ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে পাইসা থুই মারমা পালিয়ে যায়।

এসকে মাহমুদ আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে পারলে সন্ধানদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতাকে ০১৮১৯-৪৪৪৪৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm