চকলেটের লোভ দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে নির্জন কবরস্থানে পাশে নিয়ে যান ৪৫ বছরের এক যুবক। সেখানে ওই শিশুকে ধর্ষণ করেন। তবে সেই ধর্ষকের শেষ রক্ষা হয়নি। তাকে আটক করেছে আকরবশাহ থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী কর্ণেল জোন্স রোডের কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মো. আলমগীর। তিনি পেশায় রিকশাচালক।
আরও পড়ুন : ‘মেয়েকেই ধর্ষণ’—পুলিশের জালে সেই নরপিশাচ বাবা
প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্ধকারে কবরস্থানের পাশে হঠাৎ আর্তনাদ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এক যুবক ওই শিশুর সঙ্গে ধস্তাধস্তি করছে। পরে পুলিশে এসে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে।
এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর আলোকিত চট্টগ্রামকে বলেন, কর্ণেল জোন্স রোড এলাকা এমনিতেই নির্জন। বুধবার রাতে আটক রিকশাচালক চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে নির্জন কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণ করে। পরে খবর পেয়ে ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরএন/আরবি