চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশরুমের ডাস্টবিন থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার (২১ আগস্ট) সকালে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন : চট্টগ্রামে ৯৬ সোনার বার এনে যুবককে জেলে থাকতে হবে ১ যুগ
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম বলেন, আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইটে আসা এক যাত্রী অবৈধভাবে আনা সোনার বার ওয়াশরুমে হাতবদলের খবরে অভিযান চালানো হয়। এসময় কাউকে আটক করা না গেলেও পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
আরএম/আরবি


