বাকলিয়ায় মধ্যরাতের অভিযানে ধরা খেল ৭ জুয়াড়ি

নগরের বাকলিয়া এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ মার্চ) মধ্যরাতে বাকলিয়া থানার আলি স্টোর বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বাকলিয়া থানা পুলিশ।

আরও পড়ুন: ঘরে টানাপোড়েনেও দিনরাত জুয়া খেলায় মগ্ন চট্টগ্রামের ২৪ জুয়াড়ি

শনিবার (১২ মার্চ) বিকালে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন- রমজান (২০), শফিক (৪৮), ডালিম (২৪), গোলাম মোস্তফা (৪২), সাইফুল (৪০), আনিস (২৮) ও দুলাল মিয়া (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার মধ্যরাতে আলি স্টোর বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৮ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আজকে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বন্দরের ৫ জুয়াড়ির কাছে তাসের সঙ্গে ছিল ইয়াবাও

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি রাত সাড়ে ১১টার সাবান ফ্যাক্টরির পেছনে জাফর হাজীর কলোনিতে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে আটক করে বাকলিয়া থানা পুলিশ।

এর আগে ১৭ জানুয়ারি রাতে বাকলিয়া থানা এলাকার শাহ আমানত ব্রিজ সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ৫ জুয়াড়িকে আটক করে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!