কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে যুবক ধরা খেল ১৮০০ ইয়াবা নিয়ে

নগরে এক হাজার ৮শ পিস ইয়াবাসহ মো. বাহাদুর (২৯) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নগরের চকবাজার থানা এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে থেকে গোপন সংবাদে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: হানিফ পরিবহনের বাসে ছিলেন যাত্রী সেজে, ১৫ প্যাকেটে ইয়াবা আর ইয়াবা

আটক বাহাদুর বাঁশখালি উপজেলার দক্ষিণ পুইছড়ি গ্রামের মৃত কবির আহম্মদের ছেলে।

এ বিষয়ে নগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে আঠারশ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Yakub Group
আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!