নগরে সাদিয়া কিচেন রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ পণ্যে ভুয়া স্টিকার লাগিয়ে বিক্রির অপরাধে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মোট ৪টি মামলায় ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় নগরের জামালখান এলাকায় বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে মেয়াদোত্তীর্ণ দই ও ফিরনিতে ভুয়া স্টিকার লাগিয়ে বিক্রি, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও বিভিন্ন পণ্যের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে বিক্রির অপরাধে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ, অবৈধ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে শিবলী ফার্মেসীকে ২০ হাজার টাকা, জামালখান ফার্মেসীকে ১০ হাজার টাকা ও মেমোরি ফার্মেসিকে ২ হাজারসহ মোট ৪টি মামলায় ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
সিএম/এসআই