লোহাগাড়ায় অস্ত্রসহ আটক হয়েছে সন্ত্রাসী জসিম (৩৭)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর সোয়া তিনটার দিকে বড়দিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৭। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
আরও পড়ুন: কক্সবাজারে খুন করে ২০ বছর বাকলিয়ায় লুকিয়ে ছিল যাবজ্জীবন সাজা পাওয়া সন্ত্রাসী দুবাইয়া
জানা যায়, সন্ত্রাসী জসিম কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নের দলিলুর রহমানের ছেলে। সে অস্ত্র বেচাকেনায় জড়িত। সন্ত্রাসী-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধেও সে যুক্ত। তার সন্ত্রাসী কার্যকলাপে লোহাগাড়ার লোকজন অতিষ্ঠ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বড়দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে র্যাব-৭। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিএম/আলোকিত চট্টগ্রাম
মন্তব্য নেওয়া বন্ধ।