বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক ল্যাব ও এক ফার্মেসিসহ দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার।
বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরের ও আর নিজাম রোডে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ।
জানা যায়, নগরের ও আর নিজাম রোডে শেভরনে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট মেশিনে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করায় ১ লাখ টাকা জরিমানা করে সর্তক করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রেষ্ঠা মেডিসিন কর্ণারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্যপণ্যের দোকানেও অভিযান চালানো হয়।
আরও পড়ুন : ধরা খেল চেরাগী রেস্তোরাঁ—জরিমানা গুনল কিউর ফার্মা, এসএ ফার্মেসি, জান্নাত বেকারি
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, পূর্বে জরিমানা করার পরেও শ্রেষ্ঠা ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছিল। এছাড়া শেভরনে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট মেশিন দিয়ে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার অপরাধে ২ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছি।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সহযোগিতা করেন।
এআইটি/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।