ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ কেটে হাতেনাতে ধরা খেল ঠিকাদার

মিরসরাইয়ের ম্যানগ্রোভ বনাঞ্চলের গাছ ও মাটি কাটার দায়ে ওয়াসিম আকরাম রিজভী (২২) নামে এক ঠিকাদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় নিলীরচরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত ওয়াসিম আকরাম রিজভী উপজেলার ইছাখালী ইউনিয়নের দক্ষিণ মিয়াগ্রামের নুরুল মোস্তফার ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রকল্প পরিচালককে মারধরের ঘটনার তদন্ত করবে সিটি করপোরেশন, ৪ ঠিকাদার গ্রেপ্তার

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ইছাখালী ইউনিয়নের নিলীরচর এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চলে গাছ ও মাটি অবৈধভাবে কাটার অপরাধে ওয়াসিম আকরাম রিজভী নামে এক ঠিকাদারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে অঙ্গীকারনামা দিয়েছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলের বেড়িবাঁধের পাশে অনুমোদন ব্যতীত দোকানঘর এবং আবাসিক স্থাপনার নির্মাণকাজ বন্ধ করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm