নাশকতার পরিকল্পনা করতে এসে ধরা খেল আনসার-আল ইসলাম সদস্য

হাটহাজারীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের সক্রিয় সদস্য মো. ওমর ফারুক (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (১৮ মার্চ) বিকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়।

আরও পড়ুন: প্লাস্টিকের বস্তায় কাভার্ডভ্যানের ভেতর আসছিল গাঁজা—র‌্যাবের তল্লাশিতে ধরা

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

আটক মো.ওমর ফারুক হাটহাজারী থানার তৈয়াবিয়া পাড়ার মো. জানে আলমের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, আনসার-আল ইসলামের সক্রিয় সদস্যরা সংগঠনের দাওয়াতী কার্যক্রম, নাশকতার পরিকল্পনা ও সভা করার জন্য হাটহাজারী এলাকায় অবস্থান করবে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওমর ফারুক নামের সংগঠনের একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: চুরির মাল নিয়ে ধরা খেল যুবক—সঙ্গীদের খুঁজছে পুলিশ

তিনি আরও বলেন, আটক ওমর ফারুক আনসার-আল ইসলামের অধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে উগ্রপন্থী বিভিন্ন বই পড়ে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার-আল ইসলামে যুক্ত হয়। সে সংগঠনের একজন সক্রিয় সদস্য। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!