নগরে গলায় ফাঁস লাগিয়ে তানজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে হালিশহর আনন্দবাজার মুন্সিপাড়া বেলালের কলোনিতে এ ঘটনা ঘটে। তানজিনা আক্তার একই এলাকার মো. ইব্রাহিমের স্ত্রী।
আরও পড়ুন: আগুনে পুড়ে শেষ নববধূর রঙিন স্বপ্ন
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, হালিশহর আনন্দবাজার বেলালের কলোনিতে তানজিনা আক্তার নামে এক নারী আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
এএইচ/আরবি