সীতাকুণ্ডে ৩ মাস পর সেই শেরওয়ানির দোকানে আগুন!

সীতাকুণ্ডে পৌর সদর বাজারে আগুনে পুড়ে গেছে একটি শেরওয়ানির দোকান। এতে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানির।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদর বাজারের জলসা নামক একটি শেরওয়ানির দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই দোকানের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন: আলীকদমে ভোরের আগুনে পুড়ল ১২ দোকান-বসতঘর

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. আবুল কালামের ছেলে মো. নুর উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ দোকানে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে দোকানের প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

সীতাকুণ্ড পৌরসভা দোকান মালিক সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাহার বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসার কারণে বাজারের অসংখ্য দোকান ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে একই দোকানে গত তিন মাস আগেও আগুন লাগে। তখন তেমন একটা ক্ষতি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশান অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm