দোকানেই ফাঁসিতে ঝুলল ব্যবসায়ী যুবক

মিরসরাইয়ে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আলী হোসেন রানা (২৭)। সে ওই গ্রামের চৌধুরী মেম্বার বাড়ির মৃত কোব্বাত আহমেদের ছেলে।

আরও পড়ুন : ‘মোবাইল প্রেম’—প্রেমিকের সঙ্গে ঝগড়া করতে করতেই ফাঁসিতে ঝুলল স্কুলছাত্রী

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফ জামান বলেন, আলী হোসেন রানা জামালপুর গ্রামে একটি কুলিং কর্ণার করেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সে দোকানে ছিল। বুধবার সকাল ১১টার পরও দোকান না খোলায় পরিবারের লোকজন এসে দরজা ভেঙে দেখে ভেতরে তার লাশ ঝুলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান শরিফ জামান।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm