পটিয়ায় পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
বুধবার (২০ জুলাই) বাইপাস এলাকা থেকে ট্রাক ও যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ট্রাকচালক মো. পারভেজ (২২)। সে গোপালগঞ্জ জেলার আটদিয়া ইউনিয়নের মুকসেদপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। অন্যজন ঢাকা জেলার ধামরাই থানার বেলীশ্বর ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে মো. হাসিবুজ্জামান (৪২)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. রফিকুল হাসান।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রাপুল এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে চালকের পেছন থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ৬০০ ইয়াবাসহ পারভেজকে আটক করা হয়। এছাড়া একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ৬০ ইয়াবাসহ আটক করা হয় হাসিবুজ্জামানকে।
পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পটিয়া থানা হস্তান্তর করে র্যাব-৭।
সিএম/ডিসি