দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষের চেয়ে নারী বেশি।
দেশের মোট জনসংখ্যার ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন পুরুষ ও ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন নারী। পরিসংখ্যান অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে রোববার (৯ এপ্রিল) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
এর আগে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়েছে।
নারী-পুরুষের পাশাপাশি দেশে হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন (সরাসরি যাদের সাক্ষাৎ নেওয়া হয় না) ৮৫ হাজার ৯৫৭ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।
এর আগে প্রকাশিত জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের প্রাথমিক হিসাবে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এরপর বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) শুমারিপরবর্তী গণনায় পাওয়া গেছে মোট ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১২ জন।
এসআই/আলোকিত চট্টগ্রাম