দেশের প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ-রাসায়নিক পাচ্ছে : দিদারুল আলম

সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ দিদারুল আলম বলেছেন, সরকার খাদ্যে ও শস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কথা মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১৩ লাখ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, এরই অংশ হিসেবে চলতি মৌসুমে চট্টগ্রাম জেলায় ৭ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। সীতাকুণ্ডের ৯ ইউনিয়ন, পৌরসভায় মোট ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) উপজেলা মিলনায়তনে এ আয়োজন করে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, ইউপি চেয়ারম্যান এইচএম তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, সাদাকাত উল্লাহ মিয়াজী, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, মো. বদিউল আলম জসিম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ আলম।

শেখ সালাউদ্দিন/এসআই

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!