দেশের পথে চীনের ১৭ লাখ টিকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা আসছে দেশে। এর আগেও কয়েক দফা টিকা পাঠিয়েছে চীন।

মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে বেইজিং থেকে টিকানিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও চীনের করোনার টিকা মিলবে যেখানে, অগ্রাধিকারে যারা 

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি পোস্টে উল্লেখ করেছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!