দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (১৪ মে)। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার (১২ মে) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এবার ৩০ দিন পূর্ণ হচ্ছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার (১৩ মে)।
গতবারের মতো এবারও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ভিন্ন আবহে উদযাপিত হবে ঈদ।
মহামারির কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। মুসল্লিরা ঝুঁকি বিবেচনা করে খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন ঈদের নামাজের জামাত।
আলোকিত চট্টগ্রাম