দেশজুড়ে রেড অ্যালার্ট—ছুটি বাতিল, কর্মস্থলে ফেরার নির্দেশ

দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিত সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

আরও পড়ুন: গণপরিবহনে ভাড়ায় নয়ছয় : এবার সিএমপির নতুন নির্দেশনা

এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিচ্ছিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এরই পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থানে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনিকে। দেশব্যাপী জোরদার করা হয়েছে নিরাপত্তা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!